অভিনয় ছাড়ার ঘোষণা ফাহাদ ফাসিলের, বাকি জীবন কাটবে ট্যাক্সি চালিয়ে

দক্ষিণ ভারতীয় সিনেমার খ্যাতিমান অভিনেতা ফাহাদ ফাসিল অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। বরাবরই ব্যতিক্রমী চিন্তা ও জীবনবোধে পরিচিত এই অভিনেতা জানিয়েছেন, ভবিষ্যতে তিনি স্পেনের বার্সেলোনায় গিয়ে ক্যাবচালক হিসেবে বাকি জীবন কাটাতে চান।
তাঁর মতে, গাড়ি চালানোটা শুধু পেশা নয়, বরং মানুষের জীবনের সঙ্গে সরাসরি সংযোগ তৈরি করার এক অভিজ্ঞতা। একজন যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার আনন্দই তাঁর কাছে সবচেয়ে বড় পাওয়া। জীবনের শেষভাগে এমন অভিজ্ঞতা অর্জনের আকাঙ্ক্ষা থেকেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। এই পরিকল্পনার কথা তিনি তাঁর স্ত্রীকেও জানিয়েছেন এবং পরিবার থেকেও ইতিবাচক সাড়া পেয়েছেন।
অনেকেই এই ভাবনার সঙ্গে ইরানি নির্মাতা জাফর পানাহির ‘ট্যাক্সি’ ছবির মিল খুঁজে পাচ্ছেন। সেই ছবিতে যেমন ক্যামেরায় ধরা পড়ে যাত্রীদের জীবন, কথোপকথন ও বাস্তবতা, ঠিক তেমনি ফাহাদও যেন বাস্তব জীবনের সেই গল্পগুলো সরাসরি দেখতে ও অনুভব করতে চাইছেন।
জনপ্রিয়তা ও প্রশংসার শীর্ষে থাকা অবস্থায় এমন সিদ্ধান্ত নেয়ার বিষয়টি ভক্তদের জন্য কিছুটা অপ্রত্যাশিত হলেও তাঁর জীবনবোধের প্রতি সম্মান জানাচ্ছেন অনেকেই।
‘পুষ্পা টু’-তে ভঁওর সিং শেখাওয়াত চরিত্রে দারুণ প্রশংসা পেয়েছিলেন ফাহাদ ফাসিল। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার উপস্থিতির মধ্যেও তাঁর চরিত্রটি দর্শকদের মনে দাগ কেটেছিল। এ ছাড়াও ‘কুম্বলঙ্গি নাইটস’, ‘মালিক’, ‘জোজি’, ‘সুপার ডিলাক্স’, ‘ট্রান্স’, ‘বরাথন’–এর মতো অসংখ্য চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয় দিয়ে তিনি নিজেকে দক্ষিণ ভারতের অন্যতম শক্তিশালী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
ভক্তদের মনে প্রশ্ন, সত্যিই কি তিনি অভিনয় ছাড়বেন? নাকি এটি তাঁর জীবনবোধ ও নীরব প্রতিবাদের এক প্রতীকী ঘোষণা? উত্তর সময়ই দেবে।