মালয়েশিয়ায় আকাশচুম্বী ভবনের সামনে স্টাইলিশ পরীমণি, ভাইরাল ছবি ঘিরে ঝড় অনুরাগীদের মনে

বেশ কিছুদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। আয়োজক প্রতিষ্ঠান উইজার্ড শোবিজের আমন্ত্রণে পাড়ি জমিয়েছেন মালয়েশিয়ায়। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার একমাত্র ছেলে রাজ্য (পদ্ম)।
বাংলাদেশ ছাড়ার মুহূর্ত থেকেই সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে প্রতিটি মুহূর্ত শেয়ার করে নিচ্ছেন এ অভিনেত্রী। বিমানবন্দর থেকে শুরু করে হোটেল, ঘোরাঘুরি কিংবা ছেলে পদ্মর সঙ্গে কুয়ালালামপুর শহরের রাস্তায় ঘুরে বেড়ানোর আনন্দঘন মুহূর্ত— সবই উঠে এসেছে পরীর ক্যামেরায়।
আকাশের দিকে তাকিয়ে অন্যরকম এক 'পরী'
রোববার রাতে ফেসবুকে পোস্ট করা একগুচ্ছ ছবিতে পরীমণিকে দেখা যায় কুয়ালালামপুরের এক আকাশচুম্বী ভবনের সামনে। গায়ে সাদা টাওয়েল জ্যাকেট, ভেতরে কালো ইননার; খোলা চুল, চোখ বন্ধ করে মুখ তুলে তাকিয়ে আছেন আকাশের দিকে— যেন নিজেকে খুঁজে নেওয়ার এক নিবিড় মুহূর্ত।
ছবিগুলো প্রকাশের পরপরই ঝড় উঠে তার অনুরাগীদের মধ্যে। মাত্র ১৪ ঘণ্টায় পোস্টটিতে রিঅ্যাক্ট পড়ে ৭২ হাজারের বেশি, মন্তব্য পড়ে ৮ হাজারের বেশি। অনুরাগীরা মন্তব্যঘরে ভরিয়ে দেন ভালোবাসা, প্রশংসা আর রঙিন সব অনুভূতিতে।
ভক্তদের প্রতিক্রিয়া
পরীমণির এই রূপ ও মুহূর্তকে কেউ বলেছেন "ড্রিমি", কেউ বলেছেন "সেলফলাভের শক্তি", আবার অনেকে প্রশংসা করেছেন তার "মা হয়ে আত্মবিশ্বাসী নারীর সৌন্দর্য" তুলে ধরার জন্য।
সামাজিক মাধ্যমে সরব পরী
সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার এবং সন্তান রাজ্যকে ঘিরে পরীমণির সামাজিক মাধ্যমজুড়ে সরব উপস্থিতি নতুন এক ইমেজ তৈরি করছে। ভ্রমণ, ফ্যাশন, সন্তান পালন—সবকিছুতেই যেন রয়েছে তার নিজস্ব এক ছাপ।
বি.দ্র.: সংবাদটি একটি পাবলিক ফেসবুক পোস্টের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে এবং এতে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের কোনো উদ্দেশ্য নেই।