টেলিভিশন পর্দায় আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’

ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-এ মুক্তির পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম কিস্তি। পরিচালনায় কাজল আরেফিন অমি, যিনি বরাবরের মতো এবারও হাস্যরস ও বাস্তব জীবনের গল্পকে নিখুঁতভাবে তুলে ধরেছেন।
প্রথম থেকেই গুঞ্জন ছিল, ওটিটিতে মুক্তির পাশাপাশি সিরিজটি টেলিভিশনেও প্রচার পাবে। সেই গুঞ্জন এবার বাস্তবতায় রূপ নিতে যাচ্ছে।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, আসছে ১০ জুলাই থেকে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ টিভিতে সম্প্রচার শুরু হবে।
সম্প্রচার সূচি:
প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৭:৫০ মিনিটে
প্রথম পুনঃপ্রচার: প্রচারের দিন রাত ৩:৪০ মিনিটে
দ্বিতীয় পুনঃপ্রচার: পরদিন সকাল ১১:৩০ মিনিটে
এই কিস্তিতে রয়েছে মোট ১২০টি পর্ব, প্রতিটি পর্বের দৈর্ঘ্য ২০ মিনিট।
অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, শিমুল শর্মা, লামিমা লাম, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠুসহ আরও অনেকে।
অভিনয়, সংলাপ, কৌতুক ও সমসাময়িক বাস্তবতার মিশেলে নির্মিত এই সিরিজটি তরুণ প্রজন্মের কাছে এক আলাদা জায়গা করে নিয়েছে। এবার তা টেলিভিশনের দর্শকদের কাছেও নতুন করে পৌঁছাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।