রাঙামাটিতে পোর্ট্রেট'র ৩৬ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বছরব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন

রাঙামাটিতে পোর্ট্রেট'র ৩৬ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বছরব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে রাঙামাটি প্রেস ক্লাবের মিলনায়তনে এ উদ্বোধন করা হয়।
রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি ও রাঙামাটি ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে এসময় পোর্ট্রেট'র প্রতিষ্ঠাতা রুপম চক্রবর্তী, রাঙামাটি প্রেস ক্লাবের সহ- সভাপতি অলি আহম্মেদ, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, যুগ্ম সম্পাদক সুপ্রিয় চাকমা, অর্থ সম্পাদক পুলক চক্রবর্তী, সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মঈন উদ্দীন বাপ্পী, সিনিয়র সাংবাদিক সুনীল কান্তি দে, ফটোগ্রাফার ও উদ্যাক্তা অলোকব্রত চাকমাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গণমাধ্যমে ছবি কথা বলে। ছবি একটি শিল্প। বর্তমান এ টেকনোলজির যুগে ক্যামেরার জায়গায় মোবাইল স্থান করে নিচ্ছে। বড় বড় গণমাধ্যমগুলো এখন মোবাইল নির্ভর হচ্ছে। মোবাইলেও ছবি তোলার যাদুকরী সেটিং রয়েছে। না জানার কারণে অনেকে ভাল ছবি তুলতে পারে না। এইজন্য ছবি তোলার প্রতিষ্ঠান ' পোর্ট্রেট' ক্যামেরার পাশাপাশি মোবাইল দিয়েও পেশাদার ফটোগ্রাফি শিখাবে।