ক্যান্ডিতে পৌঁছে রাজকীয় অভ্যর্থনা পেল টাইগাররা

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৬ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়ে সমতায় ফিরেছে বাংলাদেশ দল। এবার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে কলোম্বো থেকে ক্যান্ডিতে গেছেন টাইগাররা। রোববার (৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় ক্যান্ডি পৌঁছানোর পরই বাংলাদেশ দলকে দেয়া হয় রাজকীয় অভ্যর্থনা।
টিম হোটেলের ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ লাল গালিচা সংবর্ধনার আয়োজন করে। দুই পাশে দাঁড়িয়ে ফুল দিয়ে ক্রিকেটার, কোচিং স্টাফ ও তাদের পরিবারকে বরণ করে নেয় তারা। দলের সঙ্গে দেখা গেছে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকেও, যিনি প্রথম টেস্টের পর দলের বাইরে ছিলেন। এছাড়া প্রধান কোচ ফিল সিমন্স লন্ডন থেকে সোমবার দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে।
তবে সিরিজ জয় নিশ্চিত করতে নামার আগে টাইগার শিবিরে কিছুটা দুশ্চিন্তার ছায়া। দ্বিতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে বাঁ জাংয়ের সামনের অংশে (কোয়াড্রিসেপস) চোট পান নাজমুল হোসেন শান্ত। চোট পাওয়ার পর আর মাঠে দেখা যায়নি তাকে। বর্তমানে তিনি ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন বলে দলের সূত্রে জানা গেছে।
শেষ ম্যাচে শান্ত খেলতে পারবেন কি না, তা নির্ভর করছে স্ক্যান রিপোর্ট ও চিকিৎসক দলের সিদ্ধান্তের ওপর। তবে জয় পাওয়া ম্যাচে দলের আত্মবিশ্বাস উঁচুতে, আর সিরিজ জয়ের লক্ষ্যে প্রস্তুত রয়েছে পুরো স্কোয়াড।