৪৬ রানে ৫ উইকেট নেই পাকিস্তানের

দিন কয়েক আগেই শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে বিশ্রামের খুব একটা সুযোগ পাননি ক্রিকেটাররা। এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্য সহায় হয়েছে লিটন দাসের। ৯ ম্যাচ পর টসে জিতে আগে ফিল্ডিং করছে বাংলাদেশ।
৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৫৪ রান।
নতুন বলে ভালো শুরু পায় বাংলাদেশ। বল হাতে বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করেন শেখ মেহেদি। এই ডানহাতি অফ স্পিনার সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচে দারুণ বোলিং করেছিলেন। লঙ্কায় যেখানে শেষ করেছিলেন ঘরের মাঠে যেন ঠিক সেখান থেকেই শুরু করেন মেহেদি। ইনিংসের প্রথম ওভারেই দলকে ব্রেকথ্রু এনে দিতে পারতেন তিনি। তবে তাসকিন আহমেদ সহজ ক্যাচ ফেলেছেন। তাতে ৪ রানে জীবন পান ফখর জামান।