আজ মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি যুদ্ধ

শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষ করতে না করতেই আবারও মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। মাত্র দুই দিনের ব্যবধানে আজ রবিবার (২০ জুলাই) শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচটি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
ম্যাচ ডে সামনে রেখে দুই দলের সম্ভাব্য একাদশ নিয়ে চলছে জোর আলোচনা। মিরপুরের উইকেটে সাধারণত বোলারদের আধিপত্য দেখা যায়, ফলে স্পিন-ভিত্তিক বোলিং আক্রমণ নিয়েই মাঠে নামতে পারে দুই দল। বাংলাদেশ একাদশে শেখ মেহেদী হাসানকে রাখার সম্ভাবনা বেশি, যেখানে মেহেদী হাসান মিরাজের জায়গা নিয়ে সংশয় রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচের একাদশেই আস্থা রাখবে দলটি।
পাকিস্তান দলেও থাকছে কিছু পরিবর্তন। শাদাব খান ও হাসান আলিকে ছাড়াই দল গঠন করতে হচ্ছে তাদের। নতুন মুখ হিসেবে অভিষেক হতে পারে বাঁ-হাতি পেসার সালমান মির্জা ও অলরাউন্ডার হুসাইন তালাতের।
মিরপুরের পিচে অতীতে বেশি রান দেখা না গেলেও বল দাপট দেখাতে পারে বোলাররা। সাধারণত এই উইকেটে টি-টোয়েন্টি ম্যাচগুলো ১৫০ রানের মধ্যে সীমাবদ্ধ থাকে।
পরিসংখ্যানের দিক থেকে পাকিস্তান স্পষ্টভাবে এগিয়ে। দুই দল এখন পর্যন্ত ২২টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র ৩টি, আর পাকিস্তান জিতেছে ১৯টি। ৬টি দ্বিপাক্ষিক সিরিজের মধ্যে ৫টিতেই জয় পেয়েছে পাকিস্তান। একমাত্র ২০১৫ সালে এক ম্যাচের সিরিজে জয় পেয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ:
সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, হাসান নওয়াজ, সালমান আলী আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।