শেষ ম্যাচে সিরিজ জয়ের খোঁজে বাংলাদেশ

শ্রীলঙ্কা সফরের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ। টেস্ট সিরিজের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচে হার, ওয়ানডে সিরিজেও দ্বিতীয় ম্যাচে জিতেও ২–১ ব্যবধানে পরাজয়। এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের হাতছানি।
গত রোববার ডাম্বুলায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ জয় পেয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়ে দলটি আবার ফিরেছে কলম্বোয়, যেখানে আগামীকাল বুধবার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সফরের অন্তিম এই ম্যাচে জয় পেলে অন্তত একটি সিরিজ জিতে দেশে ফিরতে পারবে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে রানের ব্যবধানে নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসে ভরপুর লিটন দাসের দল।
তিন ফরম্যাটে টানা খেলার কারণে সফরটা অনেকটাই ক্লান্তিকর হয়ে উঠেছে ক্রিকেটারদের জন্য। কিন্তু দেশে ফিরেই বিশ্রামের সুযোগ নেই—দু’দিনের ব্যবধানে পাকিস্তানের বিপক্ষে আবার নামতে হবে টি-টোয়েন্টি সিরিজে।
প্রথম টি-টোয়েন্টির পর অধিনায়ক লিটন দাসের পারফরম্যান্স নিয়ে উঠেছিল সমালোচনার ঝড়। তবে দ্বিতীয় ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। হয়েছেন ম্যাচসেরা।
সেই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শামীম হোসেনও। ২৭ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলার পাশাপাশি ফিল্ডিংয়ে অসাধারণ থ্রোয়ে ফেরান বিধ্বংসী কুশল মেন্ডিসকে। সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী শামীম বলেন,
"অবশ্যই সিরিজ জিততে চাই।"