শামীম ঝড়ে সিরিজে সমতা, প্রশংসায় ভাসছেন তরুণ টাইগার

ডাম্বুলায় ঝড় তুললেন শামীম হোসেন। ২৭ বলে ৪৮ রানের দারুণ ইনিংস খেলে বাংলাদেশের বড় সংগ্রহ গড়ার ভিত গড়েন তিনি। তার আগ্রাসী ব্যাটিংয়েই দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৮৩ রানের বিশাল জয় পায় টাইগাররা। ফলে তিন ম্যাচের সিরিজ এখন ১-১ সমতায়।
প্রথম টি-টোয়েন্টিতে পাল্লেকেলেতে মাত্র ৫ বলে ১৪ রান করেছিলেন শামীম। তবে ডাম্বুলায় পেলেন আরও বেশি সময় ও সুযোগ—আর সেটাই কাজে লাগালেন দুর্দান্তভাবে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শামীম জানান, ভয়ডরহীন ব্যাটিংয়ের পেছনে অনুপ্রেরণা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবিডি ভিলিয়ার্স।
তার ভাষায়: "ব্যাটিংয়ে গেলে সবসময় ইতিবাচক থাকার চেষ্টা করি। রিস্ক কাউকে না কাউকে নিতেই হবে, আমি নিজে থেকেই সে দায়িত্ব নিই। এবিডির ব্যাটিং সবসময় পছন্দ করি। টি-টোয়েন্টি খেলায় যত বেশি ইতিবাচক থাকব, তত ভালো খেলতে পারব।”
শুধু ব্যাটে নয়, ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত। দুর্দান্ত এক থ্রোতে ফেরান কুশল মেন্ডিসকে—যার উইকেটকে ম্যাচের বাঁকবদলের মোড় বলছেন অধিনায়ক লিটন দাস।
দলের জয়ে ম্যাচসেরা হয়েছেন লিটন দাস, যিনি ইনিংসের শুরুতে খেলেছেন কার্যকরী ক্যামিও। ম্যাচ শেষে বলেন, “রিশাদ হোসেন অবশ্যই বিগ ফ্যাক্টর। কুশল মেন্ডিসকে ফিরিয়ে শামীম দারুণ কাজ করেছে। সব মিলিয়ে এটা ছিল টিম এফোর্ট।”
বাংলাদেশ ব্যাট করে তোলে ১৭৭ রান। জবাবে লঙ্কানরা অলআউট হয় মাত্র ৯৪ রানে। ফলে ৮৩ রানের জয় তুলে নেয় টাইগাররা—টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের অন্যতম বড় জয়।
তিন ম্যাচের সিরিজে এখন সমতা। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ জুলাই, কলম্বোতে। দুই দলই চাইবে ট্রফি জিতে মাঠ ছাড়তে।