বাংলাদেশ সফর বাতিল, ভারতের জন্য বিকল্প সিরিজের প্রস্তাব শ্রীলঙ্কার

বাংলাদেশ সফর স্থগিত হওয়ার পর আগামী আগস্টে ভারতের বিপক্ষে স্বল্প পরিসরের একটি সাদা-বলের সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। ইতোমধ্যে এই প্রস্তাব ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর কাছে পাঠানো হয়েছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিসিআই।
বৃহস্পতিবার (১০ জুলাই) ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রস্তাবিত এই সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অন্তর্ভুক্ত রয়েছে, যা ভারতের পূর্বনির্ধারিত বাংলাদেশ সফরের পরিবর্তে আয়োজন করা হতে পারে। তবে সিরিজটি অনুষ্ঠিত হবে কিনা, তা নির্ভর করছে এশিয়া কাপের চূড়ান্ত সূচি ও সিদ্ধান্তের উপর। বিশেষ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নেতৃত্বে থাকা এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)-এর আলোচনার দিকে তাকিয়ে আছে বিসিসিআই।
বিসিসিআইয়ের ঘনিষ্ঠ একটি সূত্রকে উদ্ধৃত করে ক্রিকবাজ জানিয়েছে, “শ্রীলঙ্কার পক্ষ থেকে প্রস্তাব এসেছে, তবে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এশিয়া কাপের পরিস্থিতি পরিষ্কার হলেই আমরা পদক্ষেপ নেব। সবকিছু একে অপরের সঙ্গে জড়িত।”
প্রস্তাবিত এই সিরিজে ভারতের ওয়ানডে স্কোয়াডে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে দেখা যেতে পারে। দুজনই বর্তমানে কেবল ওয়ানডে ফরম্যাটে সক্রিয়, কারণ তাঁরা ইতোমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন।
বিসিসিআইয়ের আলোচনার অপেক্ষায় চূড়ান্ত সিদ্ধান্ত
চলতি সপ্তাহে লর্ডস টেস্ট উপলক্ষে বিসিসিআই সচিব দেবজিত শইকিয়া লন্ডনে অবস্থান করবেন। সেখানে তিনি দলের প্রধান কোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগারকর এবং খেলোয়াড়দের সঙ্গে আলোচনায় বসবেন। এই বৈঠকের পরই শ্রীলঙ্কার প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
স্থগিত হলো বাংলাদেশ সফর, এশিয়া কাপে চোখ বিসিসিআইয়ের
মূলত আগামী ১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফরে ভারতের ৬টি সাদা বলের ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে বিসিসিআই ও বিসিবি যৌথভাবে সিরিজটি স্থগিত করে, যা ২০২৫ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, এশিয়া কাপ ২০২৫ আয়োজন নিয়েও সিদ্ধান্ত আসতে চলেছে খুব শিগগিরই। সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। তবে এশিয়া কাপে ভারতের অংশগ্রহণের জন্য ভারত সরকারের অনুমোদন প্রয়োজন। অনুমোদন মিললেই চূড়ান্ত সূচি ঘোষণা করা হবে।