বন্ধুর মৃত্যুর শোকে ভেঙে পড়লেন নেভেস-কানসেলো

ডিয়োগো জোটার মর্মান্তিক মৃত্যুর খবরে শোকাহত পুরো ফুটবল বিশ্ব। তবে এই শোক যেন সবচেয়ে গভীরভাবে ছুঁয়ে গেছে তার জাতীয় দল ও ক্লাব সতীর্থদের— বিশেষ করে পর্তুগিজ তারকা জোয়াও কানসেলো ও রুবেন নেভেসকে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আল হিলাল ও ফ্লুমিনেন্সের মধ্যকার ম্যাচের আগে জোটা ও তার ভাই আন্দ্রে সিলভার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সে সময় মাঠেই ভেঙে পড়েন কানসেলো ও নেভেস।
বিশেষ করে রুবেন নেভেসের জন্য এই ক্ষতি ছিল ভীষণ ব্যক্তিগত। এক সাক্ষাৎকারে ডিয়োগো জোটা নিজেই তাকে বলেছিলেন "বেস্ট ফ্রেন্ড"। নীরবতা পালনের সময় চোখের পানি ধরে রাখতে পারেননি তারা কেউই। কানসেলো হাঁটু গেড়ে বসে পড়েন, আর নেভেসকে থামানোর চেষ্টা করতে হয় সতীর্থ কুলিবালি ও সের্গেই মিলিঙ্কোভিচ সাভিচকে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আল হিলালের কোচ সিমোন ইনজাঘি বলেন, “আজকের দিনটা আমাদের সবার জন্যই খুব কষ্টের। ডিয়োগো জোটা ও তার ভাই আন্দ্রের সঙ্গে যা ঘটেছে, তা মেনে নেওয়া কঠিন। বিশেষ করে নেভেস ও কানসেলোর জন্য দিনটা ছিল অত্যন্ত ভারী। তারা জোটা পরিবারের খুব ঘনিষ্ঠ ছিলেন।”
তিনি আরও বলেন, “আজ মাঠে নামলেও আমরা জানতাম, এটা স্বাভাবিক কোনো দিন নয়। খেলোয়াড়দের আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন ছিল। এটা আমাদের সবার জন্যই একটি ট্র্যাজেডি।”
ডিয়োগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভার মৃত্যুর ঘটনায় ইতোমধ্যে গভীর শোক প্রকাশ করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন। জোটা ছিলেন পর্তুগালের সাম্প্রতিক সাফল্যের অন্যতম মুখ— ইউরোপিয়ান নেশনস লিগে শিরোপা জয়ে বড় অবদান ছিল তার। সেই জয় উদ্যাপন করেছিলেন নেভেস ও কানসেলোর সঙ্গে, যারা আজ শোকে মুহ্যমান।