টানা দ্বিতীয়বার কনকাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকো, যুক্তরাষ্ট্রকে হারিয়ে ১০ম শিরোপা

যুক্তরাষ্ট্রের টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত কনকাকাফ গোল্ড কাপ ২০২৫-এর ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল মেক্সিকো। এই জয়ের মাধ্যমে উত্তর ও মধ্য আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দশমবারের মতো চ্যাম্পিয়ন হলো দলটি।
ম্যাচের সারাংশ
খেলার শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য দেখায় মেক্সিকো।
বল দখল: মেক্সিকো ৬০%, যুক্তরাষ্ট্র ৪০%
শট: মেক্সিকো ১৬ (গোলমুখে ৮), যুক্তরাষ্ট্র ৯ (গোলমুখে ৩)
গোলের বিবরণ
৪ মিনিট: সেবাস্তিয়ান বেরহাল্টারের ফ্রি-কিকে দুর্দান্ত হেড করে গোল করেন ক্রিস রিচার্ডস।
২৭ মিনিট: রাউল হিমেনেজ সমতা ফেরান ডি-বক্সের ভেতরে দুর্দান্ত চটপটে ফিনিশে।
৭৭ মিনিট: কর্নার থেকে হেডে গোল করেন এদিসন আলভারেজ। প্রথমে অফসাইড ধরা পড়লেও VAR রিভিউতে গোলটি বৈধ বলে স্বীকৃত হয়।
মেক্সিকোর রেকর্ড শিরোপা
এই নিয়ে কনকাকাফ গোল্ড কাপে মেক্সিকোর শিরোপার সংখ্যা দাঁড়াল ১০টি।
তারা এখন এককভাবে সর্বোচ্চবার চ্যাম্পিয়ন দল।
টানা দুইবার চ্যাম্পিয়ন: ২০২৩ ও ২০২৫
এর আগে টানা দুইবার: ২০০৯ ও ২০১১
🇺🇸 যুক্তরাষ্ট্র থামল সাত শিরোপায়
সাতবারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র এবার ফাইনালে এগিয়ে গিয়েও শেষ রক্ষা করতে পারেনি। প্রথমার্ধে গোল করলেও দ্বিতীয়ার্ধে মেক্সিকোর ধারালো আক্রমণে ব্যাকফুটে পড়ে যায় তারা।
আগামী কনকাকাফ গোল্ড কাপ বসবে ২০২৭ সালে। সেই আসরেও অংশ নেবে উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের দেশগুলো। শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে সেখানে মাঠে নামবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা, কোস্টারিকা, পানামা ও হাইতির মতো দলগুলো।