সিরিজ বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তনের সম্ভাবনা

প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের পর এখন আর পেছনে তাকানোর সুযোগ নেই মেহেদী হাসান মিরাজের দলের সামনে। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বাঁচাতে হলে আজ দ্বিতীয় ম্যাচেই জয় পেতে হবে বাংলাদেশকে। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে দলে দেখা যেতে পারে অন্তত দুটি পরিবর্তন।
প্রথম পরিবর্তনটি প্রাকৃতিক ও শারীরিক কারণে। গল শহরের গরম আবহাওয়ায় খাপ খাইয়ে নিতে শুরু থেকেই সমস্যা হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের। গল টেস্ট মিস করার পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও খেলতে পারেননি রিশাদ হোসেন। এবার অসুস্থ হয়েছেন প্রথম ওয়ানডেতে ভালো পারফর্ম করা তানজিম হাসান সাকিব, যিনি নিয়েছিলেন তিনটি উইকেট।
গতকাল অনুশীলনে অনুপস্থিত থাকা তানজিম বেশ দুর্বলও অনুভব করছেন, ফলে আজকের ম্যাচে তার না খেলার সম্ভাবনাই বেশি। তার জায়গায় একাদশে ফিরতে পারেন রিশাদ হোসেন।
দ্বিতীয় সম্ভাব্য পরিবর্তনটি ফর্মহীনতার কারণে। ওয়ানডে ফরম্যাটে দীর্ঘদিন ধরে রানখরা কাটাতে না পারা লিটন দাস প্রথম ম্যাচে চার নম্বরে নেমে ফিরেছেন রানের খাতা না খুলেই। গত দুই বছরে ওয়ানডেতে একবারও দুই অঙ্কে পৌঁছাতে পারেননি, আট ইনিংসে করেছেন মাত্র ১৩ রান। ফলে আজ তাকে বিশ্রামে রেখে একাদশে জায়গা পেতে পারেন শামীম হোসেন পাটোয়ারী।
এছাড়া প্রেমাদাসা স্টেডিয়ামের স্পিন সহায়ক উইকেট মাথায় রেখে তিন পেসারের বদলে তিন স্পিনার খেলানোর কথাও ভাবছে টিম ম্যানেজমেন্ট। আর লিটনের বদলে শামীম আসার পিছনে একটি কৌশলগত চিন্তাও রয়েছে। মিডল অর্ডারে চারজন ডানহাতি ব্যাটার থাকলে লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গার বিপক্ষে অসুবিধা বাড়ে, যিনি ডানহাতিদের বিপক্ষে অতীতে অনেক সফল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান