পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর ‘গুজব’: নাসীরুদ্দীন পাটওয়ারী

কক্সবাজারের উখিয়ার ইনানীতে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের গোপন বৈঠকের যে গুঞ্জন ছড়িয়েছে, তা ‘সম্পূর্ণ গুজব’ বলে দাবি করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে সময় সংবাদের সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় তিনি এ দাবি করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এটা সম্পূর্ণ গুজব। আমরা এখানে ঘুরতে এসেছি। হোটেলে চেক-ইন করার পরই এমন একটি ভুয়া খবর দেখলাম। এরকম কোনো বৈঠক হয়নি।”
এর আগে বেলা দেড়টার দিকে একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, যাতে বলা হয়—কক্সবাজারের একটি হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপির কেন্দ্রীয় নেতারা বৈঠক করছেন। খবর অনুযায়ী, সেই বৈঠকে উপস্থিত ছিলেন সারজিস আলম, তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ, হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারী।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে পাটওয়ারী বলেন, “আমাদের নেতারা দলীয় কোনো কাজের জন্য এখানে আসেননি। এটি সম্পূর্ণ ব্যক্তিগত ভ্রমণ। রাজনৈতিক উদ্দেশ্যে গুজব ছড়ানো হচ্ছে।”