রাণীশংকৈলে ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় উৎসব

আওয়ামী ফ্যাসিবাদ পতনের এক বছর পূর্তি উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিজয় র্যালি, আনন্দ মিছিল ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড র্যালি নিয়ে নেতাকর্মীরা জড়ো হন। এরপর কলেজ মাঠ থেকে শুরু হয়ে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর ঘুরে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশ নেন। তাদের হাতে ছিল জাতীয় পতাকা ও নানা ধরনের ফেস্টুন। স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো শহর।
পরে কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান। সভায় বক্তব্য দেন—উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি কামাল আনোয়ার, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, সহসভাপতি শাহাদাৎ হোসেন, মাহামুদুন নবী পান্না ও খলিলুর রহমান খলিল, যুগ্ম সম্পাদক সাহাবউদ্দিন মাস্টার এবং উপজেলা নারী দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস।
আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার।
বক্তারা বলেন, ‘এই দিনটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের একটি মাইলফলক। এক বছর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারকে বিদায় নিতে হয়। ১৭ বছরের দুঃশাসনের অবসান ঘটে।’
তারা আরও বলেন, ‘আবার যেন কোনো নতুন ফ্যাসিস্ট সরকার দেশের ওপর চাপিয়ে না বসে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।’
আলোচনার শেষে ৫ আগস্টসহ জুলাই-আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।