সোহাগ হত্যা: পটুয়াখালী থেকে রেজওয়ান গ্রেফতার, গ্রেফতার বেড়ে ৯; রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলছে পুলিশ

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় পটুয়াখালী থেকে রেজওয়ান নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (১৬ জুলাই) ডিএমপি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে কমিশনার বলেন, “হত্যাকাণ্ডের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। অভিযুক্তদের কারও রাজনৈতিক পরিচয় থাকলেও এটি একেবারে ব্যক্তিগত বিরোধ ও সন্ত্রাসী কায়দায় সংঘটিত ঘটনা।”
ডিএমপি কমিশনার জানান, হত্যার পর অভিযুক্তরা ঘটনাস্থলে জনতা জড়ো করে ‘মব’ তৈরির চেষ্টা করেছিল। পুলিশ তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থল থেকেই অভিযুক্ত মহিন ও রবিনকে গ্রেফতার করে।
গত ৯ জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে সোহাগকে কংক্রিটের বোল্ডার দিয়ে মাথা ও শরীর থেঁতলে হত্যা করে একদল দুর্বৃত্ত। নিহত সোহাগ একটি ভাঙারি দোকানের মালিক ছিলেন।
পরদিন, নিহতের বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে স্থানীয় থানায় হত্যা মামলা দায়ের করেন।
ডিএমপি কমিশনার জানান, গ্রেফতার হওয়া প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যাকাণ্ডে যারাই জড়িত, কাউকে ছাড় দেওয়া হবে না।