জুলাই শহীদদের আত্মত্যাগের সুযোগ কাজে লাগাতে ঐক্যের আহ্বান প্রধান উপদেষ্টা ইউনূসের

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “জুলাই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বুধবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “জুলাই শহীদদের স্বপ্ন ছিল বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত এক ‘নতুন বাংলাদেশ’। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশের পথে দৃপ্ত পদভারে একযোগে পথ চলাই হোক আজকের দিনের অঙ্গীকার।”
তিনি জানান, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যমূলক কোটাব্যবস্থার বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ গণঅভ্যুত্থানে চট্টগ্রাম, রংপুর ও ঢাকায় পুলিশের গুলিতে ও সন্ত্রাসীদের হামলায় অন্তত ৬ জন শহীদ হন।
এই শহীদদের স্মরণে এবারই প্রথম রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে ‘জুলাই শহীদ দিবস’। সরকার এ উপলক্ষে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।
বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে বলে জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
সরকারি ঘোষণায় বলা হয়েছে, শহীদ পরিবারগুলোকে এককালীন ৩০ লাখ টাকা অনুদান ও মাসিক ভাতা দেওয়া হচ্ছে। আহত জুলাই যোদ্ধাদের জন্যও নেওয়া হয়েছে বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ।
প্রধান উপদেষ্টা জানান, শহীদদের স্মৃতি ধরে রাখতে ও তাদের পরিবারের কল্যাণে গঠিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ এবং ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। শহীদদের পূর্ণাঙ্গ তালিকা গেজেট আকারে প্রকাশের কাজও চলছে।
বাণীতে ড. ইউনূস শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, “এই দেশ যাতে আবার বৈষম্য, দুঃশাসন ও নিপীড়নের শৃঙ্খলে আবদ্ধ না হয়, সে জন্য শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”