খিলক্ষেতে কাভার্ড ভ্যানের চাপায় ডিএনসিসির দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত

রাজধানীর খিলক্ষেত এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে লা মেরিডিয়ান হোটেলের পাশে এ দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে নিয়োজিত অবস্থায় তারা কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারান। ঘটনার পরপরই ভ্যানচালককে গ্রেপ্তার করা হয়েছে।
নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ওসি জানান, বিস্তারিত তথ্য পরে জানানো হবে।