"নিষিদ্ধ আওয়ামী লীগকে যারা সহযোগিতা করছে, তারাও অপরাধী" — অ্যাটর্নি জেনারেল

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে সহযোগিতা করা অপরাধ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। শনিবার (৫ জুলাই) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বক্তব্য দেন।
তিনি বলেন, “আওয়ামী লীগ এখন একটি নিষিদ্ধ সংগঠন। এই নিষিদ্ধ সত্তাকে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহযোগিতা করছে, তারাও অপরাধী হিসেবে বিবেচিত হবেন।” এ সময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের নির্বাচনে অংশগ্রহণ নিয়েও মত দেন।
“যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না।”
অ্যাটর্নি জেনারেল বলেন, “সংবিধান নতুন করে লেখা যেতেই পারে। তবে আমাদের ৭২-এর সংবিধান রক্তের বিনিময়ে অর্জিত। আমি বিশ্বাস করি, এটি এখনও বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সংবিধান। কিছু বিতর্কিত সংশোধনী বাদ দিলে এটিকে আরও যুগোপযোগী করা সম্ভব।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর মধ্যে যত মতভেদই থাকুক, দেশে ফ্যাসিস্ট শাসন ফিরে আসার আশঙ্কা নেই।”
নিষিদ্ধ আওয়ামী লীগকে নিয়ে প্রশ্নে তিনি জানান, “নির্বাচনের আগে দলটির নিষেধাজ্ঞা উঠে যাবে কি না, সেটা পুরোপুরি সরকারের নীতিগত (policy) সিদ্ধান্তের বিষয়।”
সম্প্রতি সরকারের এক সিদ্ধান্তে দীর্ঘদিনের ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ রাজনৈতিক সত্তা হিসেবে ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে বলে বিশ্লেষকদের অভিমত।