বার্ন ইনস্টিটিউটে সিঙ্গাপুর মেডিকেল টিম, চলছে চিকিৎসকদের বৈঠক

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধদের চিকিৎসা সহায়তায় সিঙ্গাপুর থেকে আসা একটি বিশেষজ্ঞ মেডিকেল দল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পৌঁছেছে। বুধবার দুপুরে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এই দলে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক, যিনি মঙ্গলবার রাতেই ঢাকায় পৌঁছান। তার সঙ্গে আজ আরও তিনজন বিশেষজ্ঞ—বিজয়া রাও, পুন লাই কুয়ান এবং লিম ইউ হান জোভান—বাংলাদেশে আসছেন।
বিমান দুর্ঘটনায় গুরুতর দগ্ধদের উন্নত চিকিৎসায় পরামর্শ ও কারিগরি সহায়তা দিতে সিঙ্গাপুর টিমটি ঢাকায় এসেছে। তাদের সঙ্গে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা যৌথভাবে কাজ করছেন।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে এই সহায়তা নিশ্চিত করা হয়। বৈঠক শেষে বিদেশি চিকিৎসকরা সরাসরি ইনস্টিটিউটের বিভিন্ন ইউনিট ঘুরে দেখবেন এবং প্রয়োজনে চিকিৎসায় সক্রিয়ভাবে যুক্ত হবেন।
উল্লেখ্য, গত সোমবার উত্তরার মাইলস্টোন স্কুলের মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে নিচে থাকা শিক্ষার্থীসহ বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হন, যাদের অনেকেই এখনও জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।