জাতীয় পার্টি থেকে আনিসুল, রুহুল ও চুন্নুকে অব্যাহতি

জাতীয় পার্টির অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলটির তিন শীর্ষ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে অব্যাহতি পাওয়া এই তিন নেতা হলেন—সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার এবং কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৫ জুন জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবদের মতবিনিময় সভায় উল্লিখিত তিন নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলা হয় এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। এর ধারাবাহিকতায় গত ২৮ জুন অনুষ্ঠিত দলের প্রেসিডিয়াম সভায় তিন নেতার বিরুদ্ধে দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তার প্রদত্ত ক্ষমতা বলে আনিসুল, রুহুল ও চুন্নুকে সব পদ-পদবি ও প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি প্রদান করেন। এই আদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে।
এ সিদ্ধান্তের মধ্য দিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন ঘটলো বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।