ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ে ১৫৫ জন নিয়োগ, আবেদন অনলাইনে

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঝিনাইদহ সিভিল সার্জনের কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। সম্প্রতি (৩১ জুলাই) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঁচটি ভিন্ন পদে মোট ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে।
শুধুমাত্র ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ করা হবে অনলাইনের মাধ্যমে।
পদের তালিকা ও যোগ্যতা
১. পরিসংখ্যানবিদ – ৩টি পদ
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা
যোগ্যতা: পরিসংখ্যান, গণিত বা অর্থনীতিতে স্নাতক ডিগ্রি
২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – ৭টি পদ
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
যোগ্যতা: উচ্চমাধ্যমিক/সমমান পাশ
৩. স্টোরকিপার – ৫টি পদ
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
যোগ্যতা: উচ্চমাধ্যমিক/সমমান পাশ
৪. স্বাস্থ্য সহকারী – ১৩৫টি পদ
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
যোগ্যতা: উচ্চমাধ্যমিক/সমমান পাশ
৫. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট – ৫টি পদ
বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা
যোগ্যতা: উচ্চমাধ্যমিক/সমমান পাশ
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের বিস্তারিত পদ্ধতি, সময়সীমা ও প্রাসঙ্গিক তথ্য জানতে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি বা [ক্লিক করুন]।
গুরুত্বপূর্ণ: আবেদনপত্র পূরণের সময় নির্ধারিত নির্দেশনা ও কাগজপত্র যথাযথভাবে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।