নরসিংদী আদালতে লোডশেডিংয়ের সুযোগে কাঠগড়া থেকে আসামি পালিয়ে গেলেন

নরসিংদীর জেলা আদালতে শুনানিকালীন সময়ে লোডশেডিংয়ের সুযোগে কাঠগড়া থেকে পালিয়ে গেছেন এক আসামি। সোমবার (১৪ জুলাই) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়েত আক্তার শিফার আদালতে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামির নাম রিয়াজুল ইসলাম ওরফে হৃদয়। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অটোরিকশা চুরির মামলায় রায়পুরা থানা পুলিশ গত ৭ জুলাই রিয়াজুলকে গ্রেপ্তার করে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে মামলার শুনানি চলাকালে হঠাৎ করে আদালতে লোডশেডিং হয়। আলো-আঁধারির সুযোগে রিয়াজুল কাঠগড়া থেকে বেরিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম জানান, রিয়াজুলের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি চুরির মামলা রয়েছে। পলাতক আসামিকে ধরতে সঙ্গে সঙ্গে আদালত চত্বর ও আশপাশে তল্লাশি চালানো হয়। পাশাপাশি থানা পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় বিচারপ্রার্থীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং কোর্ট পুলিশের দায়িত্বে অবহেলা নিয়ে প্রশ্ন উঠেছে। নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির সুযোগ নিয়ে আসামির পালিয়ে যাওয়া আদালতের নিরাপত্তাব্যবস্থার প্রতি নতুন করে নজর দেওয়ার দাবি তুলেছে সংশ্লিষ্ট মহল।