ধান এখন চাঁদাবাজ মাফিয়াদের মার্কা হিসেবে উপনীত হয়েছে : নাসির উদ্দিন পাটুয়ারী

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটুয়ারী বলেছেন, ধান হারিয়ে গিয়ে এখন ব্যবসায়ীদের কাছে চলে গিয়েছে। ভারতীয়দের কাছে চলে গিয়েছে। বড় বড় লুটেরা, চাঁদাবাজ মাফিয়াদের মার্কা হিসেবে উপনীত হয়েছে। কিন্তু ধান ছিলো জণনের শক্তি । মঙ্গলবার দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে আয়োজিত সমাবেশে এই কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, বলা হয়ে থাকে মাছে-ভাতে ভাঙালী, এখন তারা আর ভাত চিনেনা। ধান দেখিয়ে জণগনকে ফ্রেঞ্চ ফ্রাই খায়। এই হলো বাংলাদেশের রাজনীতি। আমরা বাংলাদেশে ভবিষতে এইসব ধোকাবাজ চাঁদাবাজ টেন্ডারবাজ যারা রয়েছে তাদের বিরুদ্ধে দুরবার আন্দোলন জণগনকে সাথে নিয়ে গড়ে তুলবো ।
এসময় সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী, টাঙ্গাইল জেলার মূখ্য সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলসহ কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে তারা টাঙ্গাইল সার্কিট হাউজের সামনে থেকে পদযাত্রা নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থল শহীদ মিনার চত্বরে আসেন।