নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জার্নাল অব নজরুল ইউনিভার্সিটি’ প্রকাশিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ‘জার্নাল অব নজরুল ইউনিভার্সিটি’ ভলিউম ১০, সংখ্যা ১ ও ২, ২০২৪ প্রকাশিত হয়েছে।
সোমবার, ৩০ জুন বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে জার্নালটির মোড়ক করেন জার্নাল অব নজরুল ইউনিভার্সিটির সম্পাদক ও উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. রাজু আহমেদ, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. তুষার কান্তি সাহা।
জার্নালটির কার্যকরী সম্পাদনা পরিষদের সদস্য হিসেবে কাজ করেছেন প্রফেসর ড. তুষার কান্তি সাহা, প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম, মো. শাহনেওয়াজ খান, রায়হানা আক্তার, ড. শেখ মেহেদী হাসান, ড. কল্পনা হেনা রুমি, নগরবাসী বর্মণ (পার্থ), কাজী মো. সাহিদুজ্জামান, মো. আহসান কবীর ও ড. মো. নুরুজ্জামান খাঁন। প্রচ্ছদ ডিজাইন করেছেন আল মঞ্জুর এলাহী।
উল্লেখ্য, প্রকাশিত জার্নালটির মূল্য পাঁচশত টাকা, শিক্ষার্থীদের জন্য তিনশত টাকা। বিদেশীদের জন্য ১২ ইউএস ডলার। এছাড়া অনলাইনে এটি আপলোড করা হয়েছে। https://jkkniu.edu.bd/journals/- এ লিঙ্কে প্রবেশ করে সফ্ট কপি পাওয়া যাবে।