“ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে দেশে মানবাধিকার সমুন্নত থাকবে”—ফরিদা আখতার

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অফিস ঢাকায় স্থাপিত হলে দেশের মানবাধিকার পরিস্থিতি ভবিষ্যতে আরও সমুন্নত থাকবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
তিনি বলেন, “বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক মানদণ্ডে মানবাধিকারের প্রতি অঙ্গীকারবদ্ধ। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস থাকলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে। এতে দেশের নাগরিক সমাজ, রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মানবাধিকার রক্ষায় আরও সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করবে।”
গত শনিবার এক সেমিনারে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। সেখানে মানবাধিকার পরিস্থিতি, উন্নয়ন ও জবাবদিহি কাঠামো নিয়ে আলোচনায় বিভিন্ন বিশেষজ্ঞ, উন্নয়নকর্মী ও কূটনীতিকরা অংশ নেন।
ফরিদা আখতার আরও বলেন, “মানবাধিকার প্রতিষ্ঠায় শুধু আইন নয়, কার্যকর প্রতিষ্ঠান ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। জাতিসংঘের উপস্থিতি এ ক্ষেত্রে একটি সহায়ক ভূমিকা রাখতে পারে।”
উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয় (OHCHR) সম্প্রতি বাংলাদেশে একটি আঞ্চলিক অফিস স্থাপনের প্রস্তাব পুনরায় উত্থাপন করেছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।