জুলাই গণঅভ্যুত্থান দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ইউনূস

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ভাষণটি রাত ৮টা ২০ মিনিটে একযোগে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বাংলাদেশ বেতার।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এর আগে দিবসটির অংশ হিসেবে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ। প্রধান উপদেষ্টা ইউনূস নিজেই এ ঐতিহাসিক দলিল পাঠ করবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি।
দিবসটি ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ আয়োজন করা হয়েছে। মূল মঞ্চ, সাউন্ড ও লাইটিং সিস্টেমের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের পর সন্ধ্যা সাড়ে ৭টায় থাকবে বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় দেশের খ্যাতনামা ব্যান্ডদলের পরিবেশনা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক দলিল হিসেবে ‘জুলাই ঘোষণাপত্র’কে চূড়ান্ত করা হয়েছে। বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে দলিলটি প্রণয়ন করেছে সরকার। দলগুলো এ ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিতে সম্মত হয়েছে।