যুক্তরাষ্ট্রের শ্রমবাজার দুর্বলতার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে!

যুক্তরাষ্ট্রের শ্রমবাজার দুর্বল হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম টানা চতুর্থ দিন বৃদ্ধি পেয়েছে। ডলারের দরপতন এবং মার্কিন ট্রেজারি বন্ডের ফলন কমে যাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন। বিশ্লেষকরা বলছেন, ফেডারেল রিজার্ভ চলতি বছরের সেপ্টেম্বর মাসে সুদের হার কমানোর সম্ভাবনা থাকায় স্বর্ণের দাম বেড়েই চলেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ৩ হাজার ৩৭৫ ডলারের কাছাকাছি ওঠে। ডলার সূচক সপ্তাহজুড়ে নিচে থাকায় অন্যান্য মুদ্রার ধারকদের জন্য স্বর্ণ আরও সাশ্রয়ী হয়েছে। মার্কিন ট্রেজারি বন্ডের ১০ বছরের ইল্ডও সাম্প্রতিক সময়ে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।
যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানের গতিবিধি প্রত্যাশার চেয়ে কম হওয়ার পাশাপাশি গত কয়েক মাসের তথ্যও সংশোধিত হয়ে কম এসেছে, যা শ্রমবাজার দুর্বলতার ইঙ্গিত দেয়। এ কারণে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানোর সম্ভাবনা অনেক বেশি।
একই সময়ে মার্কিন প্রেসিডেন্টের বাণিজ্য উত্তেজনার কারণে স্বর্ণের চাহিদা বাড়ছে। তবে প্রযুক্তিগত কারণে স্বর্ণের দাম এখনও নির্দিষ্ট উচ্চ সীমার বাইরে ওঠেনি।
মূল্যবান অন্যান্য ধাতুর দামও সামান্য বৃদ্ধি পেয়েছে।
বাংলাদেশে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন স্বর্ণের দাম সামান্য কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।